Welcom

২০২০ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের জন্য এক বিশেষ অফারে মাত্র ৬৫০ টাকায় ভর্তি চলছে..... ভর্তি শেষ তারিখ ৫ মে ২০২০ ইং....... জানুয়ারী-জুন সেশনের ৬ মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্সে মাত্র ৪৫০০ টাকায় ভর্তি চলছে...........গ্রাফিক্স ডিজাইন (অল ইন অল) কোর্সটিতে মাত্র ১৮৫০ টাকায়, সীমিত আসনে ভর্তি চলছে..... ভর্তি শেষ তারিখ ৫মে ২০২০ ইং....................একটি বিষেশ বিজ্ঞপ্তি করানো ভাইরাস এর কারনে তুষভান্ডার টেকনিক্যাল ইন্সটিটিউট (কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর) সীমিত আসনে ভর্তি চলছে।.....

গ্রাফিক ডিজাইন কি?

Monday, January 14, 2019


গ্রাফিক ডিজাইন কি? কেন আপরি গ্রাফিক্স শিখবেন


গ্রাফিক ডিজাইন করা খুবই সহজ, প্রায় সবাই এটা করতে পারেন। এমন ভাবনা রয়েছে অনেকেরই, কিন্তু কথাটা ভুল। বেশ কিছু কঠিন বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে তারপর কাজটি হয়তো সহজ হবে। তাই শুরু থেকে সবগুলো অংশকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। চলুন শুরু করা যাক. .
যদি কেউ প্রশ্ন করেআমি কিভাবে গ্রাফিক ডিজাইন করবো?” সে আসলে জিজ্ঞাসা করছেকিভাবে আমি লোগো ডিজাইন করব?” অথবাকিভাবে আমি একটি ওয়েব সাইট ডিজাইন করবো?” বাকিভাবে আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি?” আবারআমি কিভাবে একটি চলমান গ্রাফিক তৈরী করবো?” এই প্রশ্নের মানে আরো অনেক রকম হতে পারে।
গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।
গ্রাফিক ডিজাইন এর শুরুতে যা জানতে হবেবর্তমানে গ্রাফিক ডিজাইন বলতে আমরা সেই সব চিত্র কর্মকে বুঝি যা পরবর্তীতে মূলত: ছাপার জন্য তৈরি হয়ে থাকে। তবে প্রযুক্তির প্রয়োজনে গ্রাফিক ডিজাইন শুধুমাত্র ছাপার গন্ডি পেরিয়ে বহুদূর চলে যাচ্ছে। গ্রাফিক ডিজাইন এর একান্তই অন্তর্ভুক্ত বিষয় গুলি হচ্ছেডিজিটাল সাইন, ক্যালেন্ডার, টাইপোগ্রাফি, ব্রোশিয়োর, ওয়েব সাইট ডিজাইন ইত্যাদি ইত্যাদি।
আরো একটা শব্দের সাথে পরিচয় করিয়ে দেই ডেস্কটপ পাবলিশিং। একটি কথা মনে রাখতে হবে ডেস্কটপ পাবলিশিং এবং গ্রাফিক ডিজাইন হাতে হাত রেখে চলে। সংক্ষেপে যদি বলি, ডেস্কটপ পাবলিশিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করে মুদ্রণ, ওয়েব, পুস্তিকা, বই, ব্যবসায়ীক কার্ড, ওয়েব পেজ হিসাবে মোবাইল ডিভাইসের জন্য ফরম্যাট,নথি উত্পাদন, গ্রিটিং কার্ড, ইত্যাদি তৈরি করা হয়।

জেনে নিন মাইক্রোসফট্ অফিস ও কম্পিউটার এর কিছু শর্টকাট কী

মাইক্রোসফট্ অফিস কম্পিউটার এর কিছু শর্টকাট কী

** F1: সাহায্য (Help).
** F2: 
নির্বাচিত ফাইল রিনেইম করা।
** F3: 
ফাইল খোঁজা।
** F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা।
** F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।
** F7: ওয়ার্ডএক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা।
** F10: মেনু বার চালু করা।
** CTRL+C: কপি।
** CTRL+X: কাট।
** CTRL+V: পেস্ট।
** CTRL+Z: আনডু।
** CTRL+B: অক্ষর বোল্ড করা।
** CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
** CTRL+I: অক্ষর ইটালিক করা।
** CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
** CTRL+ESC: Start menu চালু।
** CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
** CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
** CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
** CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
** CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
** CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
** SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
** SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
** SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
** SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
** SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
** SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
** Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
** End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
** ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
** ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া {সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন}
** ALT+ SPACE: মেইন উইন্ডো সিস্টেম মেনু দেখা।
** Windows Logo +L: কম্পিউটার লক করা।
** Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
** Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
** Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
** Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
** Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
** BACKPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া।

ধন্যবাদ



 
Tushvander Ishapolli Technical Institute © 2020 | Designed by Md.Milon Hossain,Call Us : +8801754059163, +8801759806529 (9am - 7pm Sat-Fri)